আপনজন ডেস্ক: বর্ষাকালে যখন কখন বৃষ্টি চলে আসে। আপনি প্রস্তুত না থাকলে অনেক সময় সেই বৃষ্টি আপনাকে ভিজিয়েও দিতে পারে। তাই বাড়ির বাইরে বের হওয়ার আগে সঙ্গে ছাতা থাকা খুব জরুরি। মাথায় ছাতা থাকলেও অনেক সময় হাতে কিংবা পকেটে থাকা মোবাইল ফোনটি রক্ষা করা যায় না। একটু অসতর্ক হলেই বৃষ্টির জল লেগে ফোন খারাপ হয়ে যেতে পারে। এছাড়া যারা এই বর্ষায় মোটরবাইক নিয়ে বাইরে কাজে বের হয়, যারা অনলাইন ডেলিভারির কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই সমস্যা অনেকবেশি। কারণ, না চাইতেও এ বর্ষার মধ্যে তাদেরকে মোবাইল বাইরে রেখে কাজ করতে হয়। লোকেশন ট্রাক করতে তাদের মোবাইল বাইরে রাখতে হয়। এতে তাদের মোবাইলে জল ঢুকে যাওয়ার প্রবণতা থাকেই। কোনো কারণে যদি ফোনে জল ঢুকে যায়, তাহলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। জল ফোনের মধ্যে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায় সে জন্য ফোন বন্ধ করে দেওয়াই ভালো। পারলে বর্ষার দিনে সব সময়ে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন। পলিথিন ব্যাগের ওপরে গিঁট মেরে দিন। চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন। ফোনের একটা ওয়াটারপ্রুফ কাভার কিনে রাখুন। এই কাভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কাভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন। ফোন যদি কোনোভাবে ভিজে যায়, সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবে চার্জে বসান। চার্জ না থাকলেও ভিজে ফোন কখনও চার্জে বসাবেন না। যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে। ফোনে কোনো কারণে জল ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। চাল ফোনের ভেতরে জমে থাকা জল শুষে নেবে। তার পরেও ফোন চালু না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct