মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিকদের ভোট দানের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের দাবি জানালো ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আইজেএ) এর পূর্ব বর্ধমান জেলা শাখা। ই-মেল মারফত রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই দাবি রেখেছে আইজেএ। সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক অরূপ লাহা এবং সভাপতি স্বপন মুখার্জী জানিয়েছেন, ভোটের দিন পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিজের ভোট কেন্দ্র থেকে অনেক দূরে যেতে হয়। কখনো বা খবর সংগ্রহের জন্য চরকির মতো ঘুরতে হয়। এই পরিস্থিতিতে পোস্টাল ব্যালটের সুবিধা না পেলে সাংবাদিকরা ভোট দানের অধিকার থেকে বঞ্চিত হবেন। যদিও গত বিধানসভা নির্বাচনে আইজেএ’র দাবি মেনে ভোট দানের ক্ষেত্রে সাংবাদিকরা পোষ্টাল ব্যালটের সুবিধা পেয়েছিলেন। তাই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিকদের ভোট দানের ক্ষেত্রে পোষ্টাল ব্যালটের দাবি রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct