আপনজন ডেস্ক: রাজ্যসভার ১০টি আসনের জন্য আগামী ২৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েনের ভাগ্য ঝুলে রইল। জুলাই ও আগস্টে সংসদের উচ্চকক্ষের ১০টি আসন শূন্য হচ্ছে, যার মধ্যে রয়েছেন গোয়া থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য বিনয় ডি তেন্ডুলকর এবং গুজরাতের জয়শঙ্কর, যুগলসিংহ লোখান্ডওয়ালা এবং দীনেশচন্দ্র আনাভাদিয়া। পশ্চিমবঙ্গ থেকে অবসর নিচ্ছেন তৃণমূল সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দু শেখর রায়। কংগ্রেস সদস্য প্রদীপ ভট্টাচার্যও আগস্টে তাঁর মেয়াদ শেষ করছেন। প্রথা অনুযায়ী, ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার এক ঘণ্টা পর ২৪ জুলাই বিকেল ৫টায় ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, উচ্চকক্ষে ছয় বছরের মেয়াদ শেষ হওয়ার পর ২৮ জুলাই থেকে ১৮ আগস্টের মধ্যে ১০ জন সদস্য অবসর নিচ্ছেন। গত ১১ এপ্রিল তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো জোয়াকিম ফালেরোর পদত্যাগের পর শূন্য হওয়া পশ্চিমবঙ্গের একটি আসনের উপনির্বাচনের জন্য একই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মেয়াদ ছিল ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত। তবে, তৃণমূল সূত্রের খবর ডেরেক ও’ ব্রায়েনকে ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে। কারণ, তিনিই এখন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা। তার উপর ডেরেকের একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে। তাই পঞ্চাযেত নির্বাচনের আগে কোনও ঝুঁকি নিতে রাজি নয় তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct