আপনজন ডেস্ক: জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার পথেই মঙ্গলবার মাঝ আকাশে দুর্যোগের কবলে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সেবক এয়ার বেসে জরুরি অবতরণ করতে হয় পাইলটকে। তেমন কোনও বিপদ না ঘটলেও শিলিগুড়ির সেবক বিমানঘাঁটিতে জরুরি অবতরণকালে হেলিকপ্টার থেকে নামার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমর ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পঞ্চায়েত নির্বাচনের প্রচারের পর দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ জলপাইগুড়ির ক্রান্তি ময়দানের অস্থায়ী হেলিপ্যাড থেকে মমতার হেলিকপ্টারটি উড্ডয়ন করে। জলপাইগুড়ি থেকে ১৩ মিনিটে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর লক্ষ্য ছিল, সেখান থেকে কলকাতায় ফেরার বিমানে ওঠার কথা ছিল। জানা গিয়েছে, হেলিকপ্টারটি জলপাইগুড়ি থেকে উড্ডয়নের সময় বৃষ্টি হচ্ছিল, তবে প্রায় ১০ মিনিটের মধ্যে বৈকুণ্ঠপুর বনাঞ্চলে আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে এবংজরুরি অবতরণ করতে বাধ্য হয়। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী নিজেই এসএসকেএম হাসপাতালে খুঁড়িযে খুড়িযে যান চিকিৎসার জন্য। সেখানে তাকে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা করা হয়। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct