আপনজন ডেস্ক: প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি স্মার্টফোনকে আরো আরামদায়ক ডিভাইস হিসেবে তৈরি করছে বিভিন্ন সংস্থা। প্রিমিয়াম অনুভূতি দিলেও ডিভাইসে স্ক্র্যাচ বা দাগ পড়ার হারও বেড়েছে। এই সমস্যা আইফোনেও রয়েছে। শীঘ্রই এ সমস্যার সমাধানও করবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি আইফোনকে আরো মজবুত ও দাগ প্রতিরোধী করতে কাজ করছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস স্পেশাল কম্পোসাইটস টাইটেলযুক্ত অ্যাপলের নতুন পেটেন্টে অনুমোদন দিয়েছে। পেটেন্ট আবেদনে আইফোনের কেসিংয়ে সিরামিক ও মেটালের নতুন সংমিশ্রণের বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। যেটি আইফোনে ব্যবহার করা হবে। ফলে ডিভাইসের ব্যাকপার্ট বা কেসিং আরো দাগ প্রতিরোধী হবে ও দীর্ঘসময় ব্যবহার করা যাবে। এছাড়া উপাদানগুলো বিভিন্ন আকারে যুক্ত করা হবে, যাতে আঘাত লাগলেও সেটি বাঁকা হবে না বা ক্ষত চিহ্ন তৈরি হবে না। ক্ষত প্রতিরোধী উপকরণ ব্যবহার ও যুক্ত করার মাধ্যমে আইফোনকে আরো টেকসইভাবে তৈরি করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। এসব উপাদান সেলফোনের কেসিংকে আরো মজবুত করবে, তবে ব্যবহারে আরামদায়ক অনুভূতির কোনো পরিবর্তন হবে না। এতে আইফোনের কোনাগুলোকে আরো ক্ষত ও দাগ প্রতিরোধী করে গড়ে তোলা হবে। যাতে হাত থেকে পড়লে ডিভাইসের কোনো অংশ বেঁকে না যায়। পেটেন্টে বলা হয়, স্মার্টফোন, ওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপ, নোটবুক, মিউজিক প্লেব্যাক ডিভাইসে এসব উপাদান ব্যবহার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct