আপনজন ডেস্ক: এবার ২ ন্যানোমিটারের চিপ তৈরির প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৪ ন্যানোমিটারের চিপ ব্যবহার করা হয়েছে। ২ ন্যানোমিটারের চিপ আনার কথা হলেও ৩ ন্যানোমিটার এখন আলোর মুখ দেখেনি। টিএসএমসি বর্তমানে ২ ন্যানোমিটারের পরীক্ষামূলক উৎপাদনে কাজ করছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, এটি সেমিকন্ডাক্টর খাতের জন্য অনেক বড় অর্জন। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, আরো শক্তিশালী ও কার্যকর চিপ সামনে কৈরি করা হবে। ২০২৫ সাল নাগাদ ব্যাপক হারে ২ ন্যানোমিটার চিপ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিএসএমসি। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, ২ ন্যানোমিটার প্রযুক্তি কোম্পানিটির ৩ ন্যানোমিটার চিপকে ছাড়িয়ে যাবে। সেটা হোক গতি বা বিদ্যুতের ব্যবহার। ২ ন্যানোমিটারের চিপগুলো ৩ ন্যানোমিটারের তুলনায় ১০-১৫ শতাংশ দ্রুত কাজ করবে বলে দাবি কোম্পানিটির। এছাড়া ৩ ন্যানোমিটার মতো একই গতিতে কাজ করলেও ২৫-৩০ শতাংশ বিদ্যুৎ কম ব্যবহার করবে। এসব সুবিধার কারণে যেসব ডিভাইসে চিপটি থাকবে সেগুলোর কার্যকারিতা বাড়বে ও ব্যাটারি খরচ কম হবে। প্রথম পর্যায়ে টিএসএমসির ২ ন্যানোমিটার চিপ উৎপাদনের বিষয়টিকে অবাস্তব মনে হলেও আসলে এটি বড় ধরনের সাফল্য সংস্থার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct