নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই, সত্যিই চাঞ্চল করার মতো ঘটনা। এমনই ঘটনার সাক্ষী এবার কালিয়াচক-২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর অংশে। স্বামী প্রার্থী হয়েছেন সিপিএম-এর এবং স্ত্রী প্রার্থী হয়েছেন কংগ্রেস থেকে। একই বুথে এই শিক্ষাক দম্পতির প্রার্থী হওয়া নিয়ে চলছে এখন জোর চর্চা। সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কমলপুর পুরাতন বাজার পাড়া এলাকার এই বুথে মোট ভোটদাতার সংখ্যা ৮৭৪। প্রার্থী হয়েছেন ৪ জন। সিপিএম থেকে প্রার্থী হয়েছেন স্বামী আশরাফুল হক এবং কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন স্ত্রী শাহরিন সুলতানা। তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন হাবিবুর রহমান এবং বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন প্রশান্ত মণ্ডল। সবারই বাড়ি সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুরের কমলপুর গ্রামে। স্বামী আশরাফুল হক জানান, ‘আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। একটাই লক্ষ্য এই আসন থেকে দুর্নীতিপরায়ণ তৃণমূলকে উৎখাত করা। এই আসন কোনওভাবেই তৃণমূল দখল করতে না পারে মনে হয় ।’ এলাকার জেলা পরিষদ তৃণমূল প্রার্থী হাসিমুদ্দিন আহমেদ বলেন, আমাদের তৃণমূলের কোনও ক্ষতি হবে না। আমরা আরও বেশি ভোট নিয়ে জয়ী হব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct