আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: অনুব্রত নেই, তো কি হয়েছে ! তার দাওয়াই চরাম চরাম ঢাক নিয়ে প্রচারে কেষ্ট বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। নানুরের দাপুটে নেতা। বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। অনুব্রত বিরোধী মুখ হিসেবেই এই জেলায় তার নাম উঠে আসে। যদিও তিনি প্রকাশ্যে স্বীকার করেন না। রাজনৈতিক কৌশলে আবার কেষ্টকে গুরুও বলেন। তবে গুরু জেলায় অনুপস্থিত। তিহার জেলে বন্দী। তো কি হয়েছে! গুরু কেষ্ট মন্ডলের দাওয়াই চরাম চরাম ঢাক নিয়ে বাড়ি বাড়ি পায়ে হেঁটে প্রচার করছেন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বীরভূম জেলা পরিষদের ১৯ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ। সোমবার সকাল সকাল বীরভূমের নানুর বিধানসভার থুপসারা অঞ্চলে সাঁতরা গ্রাম প্রচার করেন যেখানে দাপুটে তৃণমূলের নেতা পূর্ত কর্মদক্ষ ছিলেন কেরিম খান। এই সাঁতরা গ্রামে তার বাড়ি। সেই কেরিম খানের গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচার শুরু করলেন কাজল শেখ। এদিন প্রচার নিয়ে টানা এক সপ্তাহ ধরে প্রচার চালাচ্ছেন তিনি। পায়ে হেঁটে ঘুরেছেন ৬০ টির উপর গ্রাম। কেষ্ট হীন বীরভূম জেলায় কাজল আশাবাদী। বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি। কারণ কাজল মানেই নানুরে ম্যাজিক ম্যান। ২০১৬ সালে তার জাদু বলে তৃণমূলকে হারিয়ে সিপিএমকে নানুর বিধানসভা পাইয়ে দিয়েছিল এমনটা অভিযোগ। স্বাভাবিকভাবেই কাজল শেখ যে ভালো ফল করবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরীক্ষায় তা বলার আর অপেক্ষা রাখে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct