সুরাইয়া সুলতানা, বসিরহাট, আপনজন: বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাট ২ গ্রাম পঞ্চায়েতের ২৬টি গ্রাম সভার মধ্যে ১৬টি গ্রাম সভায় ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস। বাকি ১০টি গ্রাম সভায় আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন হবে। তার মধ্যে পাঁচ মহিলা প্রার্থী একসঙ্গে এবার উন্নয়নের খতিয়ান নিয়ে বেদনি নদীর ওপর মাঝি মোল্লা থেকে যাত্রীদের গুড় বাতাসা পানীয় জল খাওয়ালেন হেনা দাস মাহাতো, বিনা সরদার, টুম্পা কর্মকার , পূর্ণিমা প্রধান, সোমা সরকার,এই পাঁচজন নেজাট দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার তৃণমূলের প্রার্থী। গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন। অন্যদিকে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর এবারের পঞ্চায়েত নির্বাচনের ৫০ শতাংশ মহিলা প্রার্থী আগামী দিনে তারাই ধারক ও বাহক হবে সেই প্রচার করলেন। বিশেষ করে সরকারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৪৭ টি প্রকল্পের তাদের কাছে তুলে ধরলেন। অন্যদিকে আগামী দিনে নেজাট ও কালিনগর এর মাঝখান দিয়ে বেতনি নদীর উপরে ব্রিজের জন্য লড়াই করবেন। ইতিমধ্যে তার প্রথম পর্যায়ে রূপরেখা তৈরি হয়েছে। এই পাঁচ মহিলা প্রার্থী ১০০% নিশ্চিত জয় এমনটা দাবি করলেন। তৃণমূলের এই পঞ্চবান প্রার্থী তারা বললেন যেভাবে মহিলাদের এগিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পঞ্চায়েত নির্বাচনের আগামী দিনে আমাদের মূল লক্ষ্য উন্নয়ন করা। তার জন্যই আমরা আজকে একসঙ্গে পাঁচ জন মহিলা তৃণমূল প্রার্থী প্রচারে নেমেছি। এই অভিনব প্রচারে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের আইএনটিটিইউসি সভাপতি জহরলাল মাহাতো, ন্যাজাট দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি বিকাশ মন্ডল ও সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য তপন সর্দার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct