নিজস্ব প্রতিবেদক, হলদিয়া, আপনজন: রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধেই একাধিক দূর্নীতির অভিযোগ, যা পঞ্চায়েত নির্বাচনে চায়ের দোকান, বাজার,পথ ঘাটে চর্চা তুঙ্গে। এমন সময়ে ব্যতিক্রম ছবি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চার নং হোড়খালী গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে। এই গ্রামের পঞ্চাযেত সদস্যের প্রচারের একটি ফ্লেক্স জেলা জুড়ে নজর কেড়েছে। তাতে দেকা যাচ্ছে, বিভিন্ন গ্রামের মানুষ ফ্লেক্স দেখতে ভিড় করছেন। গ্রামের এক বৃদ্ধ মানুষ এ নিয়ে বলেন, আমার বয়স ৭০ বছর বহু পঞ্চায়েত নির্বাচন হয়েছে পঞ্চায়েত ও নির্বাচিত হয়েছে গ্রামে কেউ তার পঞ্চায়েতে পূর্ণ সময়কালীন পাঁচবছরের উন্নয়নে খতিয়ান লিখিত আকারে প্রকাশ করতে পারেনি। এই প্রথম দেখলাম যা শেতপত্র প্রকাশ করেছে,ফতেপুরের পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসান। আবুল হাসান সবসময় দূর্নীতির বিরুদ্ধেই লড়াই করেন। এমনকি দুর্নীতির অভিযোগ তুলে তার দলের প্রধানের বিরুদ্ধেই অঞ্চল অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ করে নজর কেড়ে ছিলেন তিনি।এবারে নির্বাচনে সুতাহাটা পঞ্চায়েত সমিতির পাঁচজন প্রধানকে টিকিট দেয়নি দল। সেই সঙ্গেই ১১ জন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা ও টিকিট পায়নি। বেশিরভাগ নতুনদের দল প্রার্থী করেছে। হোড়খালি অঞ্চলের পুরনো দের মধ্যেই চারজন পুনরায় টিকিট পান তার মধ্যেই অন্যতম সেক আবুল হাসান। আবুল জানান, তিনি তার পাঁচ বছরে এক কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার টাকার কাজ করেছেন। সেই সঙ্গেই দুইশতাধিক পরিবারকে ঝড়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়অ হয়। অসংখ্য পরিবারে প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন করে ফলে অঞ্চল জুড়ে তৃণমূলের রাজ নীতিতে স্বচ্ছ ভাবমূর্তি যা দৃষ্টান্ত বলে দাবি আবুল হাসানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী উন্নয়ন সেই সঙ্গেই স্বচ্ছ ভাবমূর্তি আবুল হাসানের মুখকে হাতিয়ার করে মাঠে নেমেছে তৃণমূল। ফলে বাম বিজেপি স্থানীয় স্তরে সেভাবে প্রচারে পেরে উঠছে না তৃণমূলের বিরুদ্ধে। আবুল হাসান শিক্ষাগত যোগ্যতায় মাস্টার ডিগ্রি কম্পিউটার ডিপ্লোমা, রিলায়েন্স কোম্পানীর হলদিয়া সাব ডিভিশানে জেনারেল ম্যানেজার ছিলেন। কর্পোরেট জগতের অভিজ্ঞতায় পূর্ণ,সাবলীল ভাবে বাংলা হিন্দী ইংরেজী ভাষায়। অপর দিকে বিজেপির মধ্যেই আদি নব বিজেপি দ্বন্দ্বে বিদ্ধ বিজেপি। এমনকি বিজেপির জেলা পরিষদের প্রার্থী আনন্দময় অধিকারীর বিরুদ্ধেই আদি বিজেপির কর্মী ত্রিদীপ কালসা প্রার্থী হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct