আপনজন ডেস্ক: ছবির লোকটির নাম জর্জ ম্যাকলরিন। ১৯৪৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের প্রথম কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে ভর্তি হন।কিন্তু তার শেতাঙ্গ সহপাঠীরা তাকে তাদের সঙ্গে বসতে দেয়নি, বাধ্য হয়ে ক্লাসের এক কোনায় একাকি বসতে হয়। অথচ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেরা ৩ জন শিক্ষার্থীর মধ্যে একজন।বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সেরা শিক্ষার্থীদের মধ্যেও তার নাম রয়েছে বর্তমানে।নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, ‘কিছু সহপাঠী আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি একটি প্রাণী, কেউ আমার সঙ্গে একটি কথাও বলতো না। শিক্ষকেরাও আমার বিষয়ে যত্নবান ছিলেন না। আমার করা প্রশ্নের উত্তর দিতেন না। কিন্তু আমি পড়াশোনায় নিজেকে এতটাই উৎসর্গ করেছি; যে পরবর্তীতে ক্লাসের সবাই পড়াশোনায় প্রয়োজনে আমাকেই খুঁজতে শুরু করে’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct