আপনজন ডেস্ক: লিওনেল মেসিকে বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। অঙ্কটা ছিল বছরে ৪০ কোটি ইউরো বা তার চেয়েও বেশি। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক শেষ পর্যন্ত আল হিলালের প্রস্তাবটা গ্রহণ করেননি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে আল হিলাল হাত–পা গুটিয়ে বসে নেই। মেসি না এলেও বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে তারা। ব্রাজিলিয়ান তারকা নেইমার আল হিলালে যেতে পারেন, এমনটা শোনা যাচ্ছে। তবে আল হিলাল শেষ পর্যন্ত নিশ্চিত করেছে সেনেগালের তারকা ফুটবলার কালিদু কুলিবালিকে। নাপোলি থেকে গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন কুলিবালি। চেলসির হয়ে ৩২টি ম্যাচ খেলেছেন। এবার তাঁর গন্তব্য সৌদি আরব। কুলিবালির সৌদি-যাত্রার কথা টুইট করেই জানিয়েছে চেলসি, ‘কালিদু কুলিবালি চেলসি ছেড়ে সৌদি আরবের দল আল হিলালে যোগ দিচ্ছেন। আমরা কুলিবালির সাফল্য কামনা করি। চেলসির হয়ে মাঠে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানাই।’শনিবারই তাঁর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। আল হিলালের হয়ে ৩২ বছর বয়সী কুলিবালির চুক্তিটা তিন বছরের। বার্ষিক আড়াই কোটি ইউরো পারিশ্রমিক হতে যাচ্ছে এই সেনেগালিজ ডিফেন্ডারের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct