নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে বারবার চিঠি দিচ্ছি। এর আগেও চিঠি দিয়েছি। প্রতিদিন মিটিং করছি। আজকেও মিটিং করেছি। সোমবার রাজ্য নির্বাচন কমিশন থেকে প্রেরণার সময় সাংবাদিকদের কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ।তিনি বলেন,বাহিনী নিয়ে চিঠি পাঠানো হয়েছে। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাঠানো নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আগেই চিঠি পাঠানো হয়েছে। ৩৩৭ কোম্পানি বাহিনী নিয়ে সোমবারও চিঠি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। কেন্দ্রীয় ফোর্স তো পাঠাতে হবে কারণ তাদের জেলায় পাঠাতে হবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহা। গাড়িতে ওঠার সময় তার জন্য নির্বাচন কমিশনারকে বলতে শোনা যায় প্রতিদিনই বলছেন পাঠাচ্ছি ফোর্স পাঠালে তবে তো জেলায় পাঠাবো আজও বলেছি বলছে পাঠাচ্ছি। এদিকে সিআরপিএফ ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা সোমবার দুপুরে নির্বাচন কমিশন দপ্তরে আসেন।। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর,আজ সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি চিঠি পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে । এই চিঠিতে বলা হয়েছিল ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় কিভাবে মোতায়েন করা হবে সেটা জানানো হোক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে । তারপরই দুপুর তিনটে নাগাদ সিআরপিএফ ও আই বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের প্রবেশ করেন। দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় সেখানে।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct