আপনজন ডেস্ক: একটা সময় ওয়ানডেতে ৩০০ রান করাই ছিল অনেক বড় ব্যাপার। টি-টোয়েন্টির এই যুগে ‘৩০০’ তেমন বড় কিছু নয়। এখন দলগুলো পাখির চোখ করে ‘৪০০’-কে। ৪০০ রানের দেখাও অবশ্য কম পায়নি ওয়ানডে ক্রিকেট। এ পর্যন্ত ওয়ানডেতে ২৩ বার ৪০০ ছুঁয়েছে দলগুলো। যার সর্বশেষটি আজ হারারেতে করেছে জিম্বাবুয়ে। সপ্তম দল হিসেবে ওয়ানডেতে ৪০০ রান করল জিম্বাবুয়ে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম পর্বের ম্যাচে ৬ উইকেটে ৪০৮ রান করেছে জিম্বাবুয়ে। সময়টা অবশ্য দুর্দান্তই কাটছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য নিজেদের ফেবারিট হিসেবে তুলে ধরেছে। আজ তো নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানই করে ফেলল জিম্বাবুয়ে। ওয়ানডেতে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ ছিল ৩৫১/৭, ২০০৯ সালে মোম্বাসায় কেনিয়ার বিপক্ষে। আজ টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েই আসলে ভুলটা করে যুক্তরাষ্ট্র। জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা প্রথম থেকেই চড়াও হয় যুক্তরাষ্ট্রের বোলিংয়ের ওপর। দুই ওপেনার জয়লর্ড গাম্বি ও ইনোসেন্ট কাইয়া ভালো সূচনা এনে দেন। ৫৬ রান ওঠে ওপেনিং জুটিতে। তবে কাইয়া ৩২ রানে ফেরার পর জিম্বাবুয়েকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় শন উইলিয়ামস ও গাম্বির দ্বিতীয় উইকেট জুটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct