আপনজন ডেস্ক: কোরীয় যুদ্ধ শুরু হওয়ার ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে রাজধানী পিয়ংইয়ংয়ে বিশাল সব জনসমাবেশ করেছে উত্তর কোরিয়া। এ সময়ে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে দেশটি। এছাড়া পৃথকভাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পারমাণবিক যুদ্ধের’ সতর্কবাণীও উচ্চারণ করেছে। সোমবার (২৬ জুন) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রোববার রাজধানীজুড়ে অনুষ্ঠিত এসব সমাবেশে প্রায় এক লাখ ২০ হাজার শ্রমিক ও শিক্ষার্থী অংশ নিয়েছে।তারা যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংস’ করার জন্য ‘প্রতিশোধমূলক যুদ্ধের’ প্রত্যয় জানিয়ে শ্লোগান দিয়েছে বলে গণমাধ্যমটি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, একটি স্টেডিয়াম ভরা লোকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘যুক্তরাষ্ট্রের পুরো মূলভূখণ্ড আমাদের গোলার আওতার মধ্যে’ এবং ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী’। কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার এখন ‘সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রকে শাস্তি দেওয়ার মতো পরম শক্তিশালী অস্ত্র’ আছে আর ‘এই ভূমির প্রতিশোধ গ্রহণকারীরা শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অদম্য ইচ্ছাশক্তিতে জ্বলছে’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক একটি প্রতিবেদনে উত্তর কোরিয়া বলেছে, “একটি পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্র বেপরোয়া প্রচেষ্টা চালাচ্ছে।” এ উদ্দেশে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপ অঞ্চলে কৌশলগত অস্ত্র পাঠাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct