আপনজন ডেস্ক: বেইজিং ও উত্তর চীনের কিছু অংশে সম্প্রতি রেকর্ড উচ্চতাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এ কারণে দেশটির নাগরিকদের বাইরে কাটানো সময় সীমিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।চীনের আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, দক্ষিণ বেইজিংয়ের নানজিয়াও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে শনিবার প্রথমবারের মতো টানা তৃতীয় দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।প্রতিবেদন বলছে, নিকটবর্তী হেবেই প্রদেশ ও বন্দর শহর তিয়ানজিনেও কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে। চরম আবহাওয়া পরিস্থিতির ফলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। চীনের চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থার মধ্যে ‘রেড অ্যালার্ট’ সবচেয়ে মারাত্মক অবস্থা নির্দেশ করে।বৃহস্পতিবার বেইজিং রেকর্ডে দ্বিতীয় উষ্ণতম দিনটি উপভোগ করেছে। এদিন তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বা ১০৬ ফারেনহাইটে। চীনের রাজধানীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রাও ছিল এটি।আধুনিক পদ্ধতিতে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর বেইজিংয়ের সর্বকালের সর্বোচ্চ ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বা ১০৭ ফারেনহাইট তাপমাত্রা দেখা গিয়েছিল ১৯৯৯ সালের ২৪ জুলাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct