আপনজন ডেস্ক: রুশ ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে দেশটির রোস্তভ শহর ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এছাড়া বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা সচল রয়েছে এবং এই মামলার তদন্ত চলছে। এদিকে মস্কো থেকে সাংবাদিক ইউলিয়া শাপোভালোভা বলেছেন, এই মুহূর্তে, প্রিগোজিনের অবস্থান অজানা। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কী ঘটে। এটা বেশ রহস্যময়। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু লুহানস্কে সম্মুখসারির সৈন্যদের সাথে দেখা করেছেন। চরম অস্থিতিশীলতার মাঝে ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের সাথে তার সাক্ষাৎ পদত্যাগের তত্ত্বগুলো উড়িয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের নেতৃত্বদানকারী সামরিক প্রধানদের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছেন ইয়েভজেনি প্রিগোজিন। আগামী ১ জুলাইয়ের মধ্যে তার বাহিনীকে রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ড কাঠামোর আওতায় আনতে চাওয়ায় তার এই দ্বন্দ্ব প্রকাশ্য বিদ্রোহে রূপ নেয়। প্রসঙ্গত, শনিবার ওয়াগনারের যোদ্ধারা রাশিয়ার শহর রোস্তভ-অন-দনে ঢুকে পড়েন। তারপর মস্কোর পথে ভরোনেজ হয়ে মূল সড়কপথ ধরে অগ্রসর হতে থাকেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে চলে যাবেন বলে জানায় ক্রেমলিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct