আপনজন ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। আসর মাঠে গড়ানোর মাত্র চার মাসেরও কম সময় বাকি থাকলেও এখনও সূচী প্রকাশ করেনি আইসিসি ও আয়োজক দেশ ভারত। সূচীর জন্য সমর্থকদের যেন অপেক্ষার পালা শেষই হচ্ছিল ন। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে সবার। এবার আনুষ্ঠানিকভাবে সূচী ঘোষণার দিনক্ষণ জানিয়েছে আইসিসি। আগামী ২৭ জুন (মঙ্গলবার) ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে বিশ্বকাপের সূচী। এদিন থেকে শুরু হবে বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গননা। এ কারণেই এই দিনটাকে সূচী ঘোষণার জন্য বেছে নিয়েছে আইসিসি।মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিসিআইয়ের দ্বন্দ্বের কারণেই বিশ্বকাপের সূচী ঘোষণা হতে দেরী হয়। ২০১৯ বিশ্বকাপের সূচি দেওয়া হয় টুর্নামেন্ট শুরুর ১৩ মাস আগে। যার আয়োজক ছিল ইংল্যান্ড ও ওয়েলস। এরও আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া ২০১৫ বিশ্বকাপের সূচি দেওয়া হয় ১৮ মাস আগে।তবে এবার পাক-ভারত দ্বন্দ্বেই এতদিন আটকে ছিল বিশ্বকাপের সূচী। আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান যেতে না চাওয়া জটিলতা শুরু হয়। ভারত পাকিস্তান না গেলে বিশ্বকাপ বর্জনের হুমকি দেয় পিসিবি। এরপর কয়েক দফা সভার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনে সম্মতি দেয় সবাই। যেখানে ভারত নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, বাকি ম্যাচ হবে পাকিস্তানে।এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসয়ান ঘটায় বিশ্বকাপের সূচী দ্রুত হবে বলেই ধারণা করেছিল সবাই। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের খসড়া সূচিতে ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু পাকিস্তান আহমেদাবাদে খেলতে রাজি নয়। ফলে আবারও তৈরি হয় জটিলতা। এবার সব জটিলতা কাটিয়ে সূচী ঘোষণার অপেক্ষায় আইসিসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct