আপনজন ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় কুরবানির সময় সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিশিষ্ট মুসলিম সংগঠন জমিয়তে উলেমায়ে হিন্দ। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার। এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মুসলমানদের পশু কুরবানি দেওয়ার সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। জবাই করা পশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করে মাদানি সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ও নিষিদ্ধ পশু কুরবানি না করার আহ্বান জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct