আপনজন ডেস্ক: প্রাক্তন সাংসদ পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি এবং তেলেঙ্গানা সরকারের প্রাক্তন মন্ত্রী জুপল্লী কৃষ্ণ রাও-সহ ৩৫ জন বিআরএস নেতা কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে তেলেঙ্গানার খাম্মামে এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে একটি জনসভায় ভারত রাষ্ট্র সমিতির নেতারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও তেলেঙ্গানা কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct