মুহাম্মদ হাবিবুল্লাহ, কোচবিহার, আপনজন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের সভায় অভিযোগ করেছেন, বিএসএফ গেরুয়া শিবিরের নির্দেশে রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে ভোটারদের ভয় দেখাচ্ছে এবং পুলিশ প্রশাসনকে তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখতে বলেছে।কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গণে সভা করেন মমতা। সেই জনসভায় মমতা বলেন, আমার কাছে তথ্য আছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিএসএফের কিছু কর্মকর্তা সীমান্ত এলাকায় গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন এবং ভোট না দিতে বাধ্য করছেন। আমি জনগণকে তাদের কৌশলে ভীত না হয়ে নির্ভয়ে নির্বাচনে অংশ নিতে বলব। গত বছর বিএসএফ কর্তৃক গ্রামবাসীদের গুলি করে হত্যার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করবে এবং আইন তার নিজস্ব কাজ করবে। কাউকে গুলি করে হত্যা করার অধিকার তাদের নেই। কেউ আইনের উর্ধ্বে নয়। মনে হচ্ছে কোচবিহার জেলায় মানুষ হত্যা একটি নিয়মে পরিণত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয় এবং এতে কেন্দ্রের কোনও ভূমিকা নেই। তৃণমূল ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাজিত করবে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরপর আমরা কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করব এবং দেশে একটি উন্নয়নমুখী সরকার আনব। যদিও, বিএসএফকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করার অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে বিজেপি। বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং আমাদের নিরাপত্তা বাহিনীর জন্য অপমানজনক। এই মন্তব্যগুলি তৃণমূলের মানসিকতার প্রতিফলন, কারণ বিএসএফের এখতিয়ার বাড়ানোর পর থেকে তারা বিএসএফের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২১ সালে বিএসএফ আইন সংশোধন করে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও আসামের আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের পরিবর্তে ৫০ কিলোমিটারের মধ্যে তল্লাশি, বাজেয়াপ্ত ও গ্রেপ্তার করার ক্ষমতা দেয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করার সাথে সাথে এটি বাংলায় একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল।মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মে মাস থেকে জাতিগত সংঘাতে ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দল পঞ্চায়েত নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল স্তরে কোনও দুর্নীতি না হয় তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আগে আমরা হয়তো পঞ্চায়েত নির্বাচনকে খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু এবার আপনারা দেখেছেন কীভাবে আমরা গণসংযোগ অভিযান চালিয়েছি, যেখানে প্রার্থী বাছাইয়ের বিষয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। পঞ্চায়েতে যাতে কোনও দুর্নীতি না হয় তা আমরা নিশ্চিত করব।
তৃণমূল সুপ্রিমো জনগণকে ঘুষ চাওয়াদের ছবি পাঠাতে বলেন। জানিয়ে দেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’ স্লোগানের সমালোচনা করে মমতা বলেন, পঞ্চায়েতে এবং পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপির ডাবল ইঞ্জিন ভেঙে যাবে। এদিনের জনসভায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় চান্দামারির প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিআইপিদের প্রবেশপথে অনুগামীদের নিয়ে বসে পড়েন অভিজিৎবাবু। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, সভায় ঢোকার পাস সংক্রান্ত সমস্যার জন্যই অভিজিৎবাবুকে আটকে দেওয়া হয়েছিল। যদিও এবিষয়ে অভিজিৎবাবু বা নিরাপত্তারক্ষীদের তরফে কিছু বলা হয়নি। এদিন সভাকে ঘিরে উপচে পড়েমানুষের ভিড়। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টায় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি। উল্লেখ্য, রাজ্যের আসন্ন পঘ্চাযেত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে প্রায় ৭৫,০০০ প্রার্থীকে নির্বাচিত করতে ৮ জুলাইয়ের পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৫.৬৭ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct