অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দলীয় প্রার্থীকে না মেনে নির্দল হয়ে দাঁড়ানোর শাস্তি। পঞ্চায়েত ভোটের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার ১৯ জন নেতা-কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দল বিরোধী কাজের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলেই রবিবার সাংবাদিক সম্মেলন করে জানান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার। উল্লেখ্য, নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ালে দলের রাস্তা বন্ধ। গত সপ্তাহের বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে স্পষ্ট বার্তা দেয়া হয়েছিল। এবারে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। দল বিরোধী কাজের অভিযোগে রবিবার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার ১৯ জনকে সাসপেন্ড করা হয়েছে বলেই জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া ১৯ জনের মধ্যে বংশীহারী ব্লকের ৩ জন, গঙ্গারামপুর ব্লকের ৬ জন, হরিরামপুর ব্লকের ১ জন , হিলি ব্লকের ২ জন, কুমারগঞ্জ ব্লকের ৫ জন, কুশমন্ডি ব্লকের ১ জন, তপন ব্লকের ১ জনের নাম রয়েছে। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার জানান, নমিনেশন পর্ব গত ১৫ জুন শেষ হয়। ১৭ তারিখে জেলার তরফ থেকে আমরা সাংবাদিক সম্মেলন করে যে সমস্ত তৃণমূলের তরফে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিলেন কিন্তু দলীয় সিম্বল পাননি, তাঁদের আমরা মনোনয়ন প্রত্যাহার করবার জন্য বলেছিলাম। তারপরও বেশ কয়েকজন গোঁজ প্রার্থী হিসেবেই মনোনয়ন দিয়ে রেখেছেন। তাঁরা তাদের নমিনেশন প্রত্যাহার করে নেননি। যারা অন্য দলে চলে গিয়েছেন, তাঁদেরকে আমরা চিরজীবন জন্য বহিষ্কার এবং যারা গোঁজ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাঁদেরকে আমরা সাসপেন্ড করছি। রাজ্যের তরফে পরবর্তী নির্দেশিকা না আশা পর্যন্ত। এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূলের সংগঠন বলে কিছু নেই। দলের প্রতি তাদের নিয়ন্ত্রণ নেই। নমিনেশন কে কেন্দ্র করে তাদের গোষ্ঠী কোন্দলের বিষয় সামনে এসেছে। আসলে তৃণমূল কংগ্রেস দলটি একটি অরাজনৈতিক দল ।এদের সম্পর্কে আমার কিছু বলার নেই।অন্যদিকে, প্রাক্তন সংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ জানান, যারা নির্দল হিসেবে দাঁড়িয়েছে বা দলে থেকে দলের বিরোধিতা করছেন, উল্টো দিকে প্রচার করছেন। তাদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দলে থেকেও যারা দলের বিরোধিতা করবেন , তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct