আপনজন ডেস্ক: ক্রেমলিনের সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে মস্কোর দিকে রওনা হয়েছিল রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন ওয়াগনার। তবে রক্তপাত এড়াতে মস্কোর দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। একই সঙ্গে নিয়ন্ত্রনে নেয়া শহরও ছেড়ে ঘাঁটিতে ফিরছেন তারা।বেলারুশ প্রেসিডেন্টের প্রস্তাবে রাজি হয়ে রাশিয়ার রোস্তভ-অন-ডন শহর ছেড়ে চলে গেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবিতে দেখা গেছে, তিনি শহরের জেলা সামরিক সদর দপ্তর ছেড়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন। খবর বিবিসির। মস্কোর উদ্দেশে রওনা হওয়া অভিমুখে শহরটি নিয়ন্ত্রণে নিয়েছিল ওয়াগনার গ্রুপের সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশের উদ্দেশে যাত্রা করবেন। ‘রক্তপাত এড়াতে’ প্রিগোজিন ও তার ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে সব অভিযোগ কর্তৃপক্ষ প্রত্যাহার করবে।এর আগে টেলিগ্রাম চ্যানেলে অডিওবার্তায় ‘রক্তপাত এড়াতে’ রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা স্থগিতের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখে যাত্রা বন্ধ করতে রাজি হন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct