নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম, আপনজন: ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষীসাগর থেকে বেতকুন্দরি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পিচ রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল। মাটির রাস্তা ঢালাই করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করল লক্ষীসাগর গ্রামের গ্রামবাসীরা। বেতকুন্দরি থেকে লক্ষীসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন কোন মেরামত করা হয়নি । যার ফলে একটু বৃষ্টি হলেই মাটির ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারে নি। গ্রামবাসীদের পক্ষ থেকে ওই রাস্তাটিকে ঢালাই রাস্তা করার জন্য প্রধান, বিডিও, এসডিও সহ প্রশাসনের সর্বস্তরের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই মাটির রাস্তাটি ঢালাই রাস্তা করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিয়ে দেওয়াল লিখন করে প্রচার শুরু করেছে। রবিবার গ্রামবাসীরা জানালেন তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং গ্রামবাসীরা কেউ ভোট দিতে যাবেন না। ওই গ্রামে ৩০ টি পরিবার বসবাস করেন বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানান। তাই ভোট বয়কটের দাবিতে গ্রামবাসীরা জোর কদমে আন্দোলন শুরু করেছে। ভোট আসে ভোট যায় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। কিন্তু ভোট পেরোলেই আর কারো দেখা পাত্তা পাওয়া যায় না। তাই ভোটের আগে। আগে রাস্তা পরে ভোট এই স্লোগান তুলেই তারা ভোট বয়কট এর ডাক দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct