আপনজন ডেস্ক: প্রাণঘাতী এই ভাইরাসে স্তব্দ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। তবে টিকা আবিষ্কারের পর পাল্টে গেছে সেই চিত্র। সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সে সময় অভিযোগ ওঠে এটি চীনের উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে। এমনকি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। তিনি এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দোষারোপ করেছেন। তবে এবার প্রকাশ্যে এলো মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট। এতে বলা হয়েছে, করোনা মহামারীর শুরুটা যে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির কোনো ঘটনা থেকে হয়েছে, তার কোনো অকাট্য প্রমাণ পায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত চার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর উৎস খুঁজে পেতে সক্ষম না হলেও করোনা ভাইরাসটি কোনো একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে, এমন সম্ভাবনা এখনও উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং অন্য সংস্থাগুলো এখনও কভিড-১৯ মহামারীর সুনির্দিষ্ট উৎস বের করতে পারেনি; এটা প্রাকৃতিক না গবেষণাগার থেকে এসেছে—উভয় ধারণার ক্ষেত্রেই নানান তাত্পর্যপূর্ণ অনুমানের ওপর নির্ভর করা হচ্ছে এবং সেগুলো পরস্পরবিরোধী প্রতিবেদনে চ্যালেঞ্জের মুখেও পড়ছে,’ বলে উল্লেখ করা হয়েছে ওডিএনআইয়ের প্রতিবেদনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct