নকীবউদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: রাজনীতির ময়দানে না বলে কোন কিছু নেই! সবই সম্ভব। তৃণমূল কংগ্রেসকে প্রচারে এবার দেখা গেল বিজেপির জেলা পরিষদের প্রার্থী কে। তিনি নিজেই তৃণমূলের ঝান্ডা হাতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন মানুষের কাছে ভোট চাইতে এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে। এখানে জেলা পরিষদের ৬০ নম্বর আসনে বিজেপির জেলা পরিষদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পিংকি হালদার। অন্যদিকে ওই ৬০ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী মনমোহিনী বিশ্বাস। সকাল থেকেই পিংকি হালদারকে দেখা গেল তৃণমূল প্রার্থীদের সাথে এক জোট হয়ে তিনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন। তৃণমূলের উন্নয়নের কথা তুলে ধরছেন ও তৃণমূলের হয়েই মানুষের কাছে ভোট চাইছেন। তবে বিজেপি প্রার্থী পিংকি হালদার তার মনোনয়নপত্র তোলেননি। তার দাবি বিজেপি যে সমস্ত প্রত্যাশা দিয়ে তাকে টিকিট দিয়েছিল তার কোন কিছুই পূরণ হয়নি। এমনকি কোন্র প্রচার কর্মসূচিতেও তাদের হেলদোল নেই। যে কারণেই যুবনেতা গৌতম অধিকারীর নেতৃত্বে তৃণমূলের প্রার্থীরা এলাকায় পৌঁছাতেই তৃণমূলের উন্নয়নের শামিল হয়ে বাড়িতে বাড়িতে যান প্রচার কর্মসূচিতে। পাশাপাশি ৬০ নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী মনমোহিনী বিশ্বাস জানান, বিজেপি প্রার্থী পিংকি হালদার নিজের থেকেই তৃণমূলের উন্নয়নে সামিল হতে তাদের সাথে প্রচার কর্মসূচিতে শামিল হয়েছেন। সেই কারণেই তারা একসাথে প্রচার কর্মসূচিতে মানুষের বাড়িতে বাড়িতে শামিল হচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct