নিজস্ব প্রতিনিধি, ভাঙড়, আপনজন: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ের জন্য বড় দাদা শওকত মোল্লার কাছে পরামর্শ চাইলেন ভাঙড়ের বিধায়ক ছোটো ভাই নওশাদ সিদ্দিকি। সোমবার বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন দুই দলের দুই প্রতিপক্ষ বিধায়ক। ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে শান্তির বার্তাকে সামনে রেখে বাংলাকে গোটা ভারতবর্ষে নির্বাচনের মডেল করার বার্তা দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি।আজ বিধানসভায় ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী ও ক্যানিং পূর্বের বিধায়ক যিনি ভাঙ্গরের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা সাংবাদিকদের একই ফ্রেমে ক্যামেরায় বন্দী হলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন ,তারা এই সৌজন্যতা আগামী পঞ্চায়েত ভোটে বজায় রাখতে বদ্ধপরিকর। যাতে করে আর খুন ,হানাহানি ,রাহাজানি না হয় ।একে অপরকে দোষারোপ ও এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা বললেন এবং এই সৌজন্যতা আগামি পঞ্চায়েত ভোটে সারা রাজ্যে যাতে প্রতিফলিত হয় তার এক দৃষ্টান্ত স্থাপন হল বিধানসভার ভেতর । নওসাদ সিদ্দিকী কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে সেন্ট্রাল ফোর্স এর নিরাপত্তা পাচ্ছেন। তাহলে কি নওসাদ বিজেপি হয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর পুরোপুরি এড়িয়ে যান বিধায়ক শওকত মোল্লা। আজকের এই দুই বিধায়কের যৌথ সাংবাদিক সম্মেলন এবং দাদা ভাইয়ের নতুন সম্পর্ক গ্রাম বাংলার রাজনীতির ময়দানে প্রতিফলিত হয় কিনা সে দিকেই এখন নজর থাকবে সবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct