বিপুল ভোটে জিতে দ্বিতীয় দফায় সরকার গঠন করেছে বিজেপি। রাষ্ট্রপতি ভবনে শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা। আর এমন সময়েই হ্যাক করা হয় বিজেপির ওয়েবসাইট। সেই সঙ্গে সাইটে পোস্ট করা হয় ছবিসহ গরুর মাংসের ছয়টি রেসিপি। জানা গিয়েছে, হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি। পরে দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডিরেক্ট করে দেওয়া হয়। এর আগে নির্বাচনের কিছুদিন আগেও হ্যাক করা হয়েছিল বিজেপির ওয়েবসাইট। তখন বেশ কয়েকদিন বন্ধ ছিল ওয়েবসাইটটি। বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি প্রথম নজরে আনেন ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন। নিজের হ্যান্ডলে একটি টুইটে তিনি লেখেন, 'ডিয়ার @ বিজেপিইন্ডিয়া, আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?' এর কিছু পরেই অপর একটি টুইটে তিনি বলেন, 'জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি?'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct