আপনজন ডেস্ক: গত ২০ জুন রথযাত্রার শোভাযাত্রায় ভ্রাতৃত্বপূর্ণ আচরণের জন্য গুজরাতের আহমদাবাদ নগর পুলিশের কাছ থেকে প্রশংসিত হলেন শাহপুরের বাসিন্দা সেলিম আবদুল শেখ। দুর্ভাগ্যবশত, রথযাত্রার দিনই অসুস্থতার কারণে শেখের স্ত্রী মারা যান। শোভাযাত্রার পথে অবস্থিত তাদের বাসস্থান। হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে এবং পরে কবরস্থানে নিয়ে যাওয়া অপরিহার্য ছিল। রথযাত্রার ব্যস্ত প্রস্তুতির মধ্যে পুলিশ মৃতদেহ পরিবহনের সুবিধার্থে এগিয়ে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেলিম আবদুল শেখের কাছে গিয়ে দাফনের ব্যবস্থা সম্পর্কে তথ্য চান। সেলিম আবদুল শেখ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেছিলেন যে যেহেতু এটি রথযাত্রার দিন ছিল, তাই দাফন শোভাযাত্রা এগিয়ে যাওয়ার আগে শোভাযাত্রাটি তাদের বাড়ির সামনে থেকে অতিক্রম করবে। বোঝাপড়ার অনুভূতি দেখিয়ে শেখ সিদ্ধান্ত নিয়েছিলেন যে রথযাত্রার শোভাযাত্রা শেষ না হওয়া পর্যন্ত তাঁর স্ত্রীর দেহ বাড়িতে রাখবেন, প্রায় পাঁচ ঘন্টা সময় ধরে।ভ্রাতৃত্বের কাজের স্বীকৃতিস্বরূপ, পুলিশ মানবতার প্রতি তার অঙ্গীকারের জন্য সম্মানিত করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct