প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার ৫১জন সদস্যই কোটিপতি। মোট ৫৮ জন মন্ত্রী ক'দিন আগে রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভার সবচেয়ে বিত্তবান মন্ত্রী হলেন হারসিমরাত কৌর বাদল। পাঞ্জাবের ভাতিন্ডা থেকে নির্বাচিত এই সাংসদের মোট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য জানিয়েছে। হারসিমরাতের পরেই আছেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এবং নতুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তার সম্পদের পরিমাণ ৯৫ কোটি টাকা। ৪২ কোটি টাকার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন গুরগাঁওয়ের সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং। এবার মন্ত্রিসভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া বিজেপি সভাপতি অমিত শাহর সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা। তবে অন্য মন্ত্রীদের তুলনায় এ ব্যাপারে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তার মোট সম্পদের পরিমাণ দুই কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct