সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূলের প্রার্থী পদ নিয়ে গোষ্ঠী কোন্দল প্রকাশ্য আসে মুর্শিদাবাদ জেলা জুড়ে বাদ যায়নি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকও। জলঙ্গির বিধায়ক ও ব্লক ও জেলা যুব সভাপতির মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরে দুই গোষ্ঠীর আলাদা আলাদা অঞ্চল ও বুথ সভাপতি ঘোষণা করেন। নির্বাচন ঘোষণা হওয়ায় পরে দুই গোষ্ঠীর কর্মীরা নমিনেশন জমা করেন তার পরে দলের কড়া নির্দেশ থাকার পরেও অনেকেই নমিনেশ পত্যাহার করেনি। ২০ই জুন বিকেল তিনটে পর্যন্ত নমিনেশন পত্যাহার ও বি ফর্ম জমার শেষ সময় ছিল। কিন্তু দুই গোষ্ঠীর টানা পরনের মধ্যে পড়ে শেষ মুহূর্তে বিধায়ক আব্দুর রাজ্জাকের অনুগামীদের পঞ্চায়েত অনুযায়ী কিছু প্রার্থীর বি ফর্ম পাই। আর এই বি ফর্ম পাওয়া নিয়ে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে ব্যাপক চিন্তা পড়েছিল। কে কতটা পাচ্ছে বি ফর্ম। জলঙ্গি ব্লকের দক্ষিণ জোনের পাঁচ গ্রাম পঞ্চায়ের মধ্যে কিছু প্রার্থীর বি ফর্ম পান বিধায়ক। জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গার ১৯৯ বুথের। একমাত্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রিতা মন্ডল নমিনেশন জমা করেছিলেন।ব্লক সভাপতির সমর্থিত । কিন্তু নমিনেশন জমা করলেও তিনি দলের প্রতীক পেলেন না অর্থাৎ বি ফর্ম না পাওয়াই তিনি নির্দল হয়ে যান, নির্দল হিসেবে নির্বাচন কমিশন তাকে আলমারি প্রতীক দেন । ঘটনায় চিন্তাই পড়ে যান ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। যেখানে দুটো করে প্রার্থী হচ্ছেন শাসকদলের আবার অপরদিকে তৃণমূলের কোন প্রার্থী থাকছেন না বুথে।যদি সে বুথে বাম,কংগ্রেস, বিজেপি প্রার্থী দিয়েছেন। অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জোসেফ আলী জানান তৃণমূল সমর্থিত নির্দল হয়েই লড়াই করবেন ওই বুথের প্রার্থী।তবে দল তার পাশে সর্বদাই সব রকম সহযোগিতা করবেন।তবে ব্লক সভাপতির এই বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ দলের অন্যান্য কর্মীরা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে কোন দলীয় কর্মী নির্দল হলে তাদেরকে আর দলে ফেরানো হবে না । তারপরেও কি পারবে আদেও ওই নির্দল প্রার্থীকে জেতাতে।সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যায় জেলা যুব তৃণমূল সভাপতি তার অনুগামীদের নিয়ে নির্দল প্রার্থী রিতা মন্ডলের হয়ে মিছিল ও আলোচনা সভা করেন নির্দল প্রার্থীর বুথে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। শাসক দলের এক গোষ্ঠীকে সোশ্যাল মিডিয়ায় যুব তৃণমূল জেলা সভাপতির ভিডিও পোস্ট করতে দেখা যায়। তবে সব বাধা পেরিয়ে কি আদৌ জয়ী হতে পারবে নির্দল প্রার্থী সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct