অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অর্থনৈতিক স্বাক্ষরতার উপর একটি কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে। দক্ষিণ দিনাজপুর জেলা সমগ্র শিক্ষা মিশন এর সহযোগিতায় এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর পরিচালনায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, সারা ভারতবর্ষে এই প্রতিযোগিতাটি পরিচালনা করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই মতো ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে প্রতিযোগিতাটি পরিচালনার জন্যে দক্ষিণ দিনাজপুরের দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অমিত কুমার মন্ডল। দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ৫২ টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত ১৯ জুন ব্লক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনলাইনে। প্রতি ব্লক থেকে একটি করে বিদ্যালয় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তপন ব্লকের করদহ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ আর এন উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। এই প্রতিযোগিতার পুরস্কার স্বরূপ প্রথম স্থান অধিকারী পায় ১০০০০ টাকা , দ্বিতীয় স্থান অধিকারীরা পায় ৭৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অধিকারীরা পায় ৫০০০ টাকা করে। এছাড়া জেলা স্তরে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র-ছাত্রী দের একটি করে ব্যাগ এবং সার্টিফিকেট দেওয়া হয়। এদিনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ওসি এডুকেশন অরিন্দম দাশগুপ্ত, জেলার সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা অধিকর্তা বিমল কৃষ্ণ গায়েন, ডেপুটি ডিএলআরও সঞ্জয় পন্ডিত,এডিপিও রুহুল আমিন, পেডাগগি কো-অর্ডিনেটর তুহিন চক্রবর্তী প্রমূখ। এ বিষয়ে শিক্ষা অধিকর্তা বিমল কৃষ্ণ গায়েন বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা এবছর প্রথম হল। ছাত্র-ছাত্রীদের মধ্যে অত্যন্ত উন্মাদনা লক্ষ্য করা গেছে। । ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct