বাবলু প্রামানিক, জয়নগর, আপনজন: আমরা দেখেছি রাজ্যের বেশ কিছু জায়গায় নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রর হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে এক নজির বিহীন ঘটনার সাক্ষী থাকল। সবারই প্রায় জানা, এসইউ সি আই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত আছে। তবে রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকেই সেভাবে আর কিন্তু এসইউসিআই দলের সংগঠন সেভাবে আর শক্তিশালী নেই। তবে দক্ষিণ বারাসতের এস ইউ সি আই দলের এক প্রার্থী তিনি নমিনেশন করেছে এবং তিনি ভোটেও লড়ছেন। তবে তাকে দেখা গেল তিনি অন্য রাজনৈতিক দলের দেয়াল লিখছেন। তিনি একজন প্রার্থী এস ইউ সি আই দলের তবে তার পেশাগত কাজ তিনি একজন আর্টিস্ট। উনার কাজ দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকা। তাই তার পেশাগত কারণে তিনি নিজের দেয়াল লেখার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ তিনি শুরু করেছেন। এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি কিন্তু বিষয়টি কোন পাত্তা না দিয়ে তিনি বলেন এটাই আমার কাজ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করি প্রতিটা ভোটের সময় তাই আমি নিজে প্রার্থী হয়েছি। তাই নিজের দেয়াল লেখার পাশাপাশি আমার পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করছি। এটাই আমার ভাত ভিত্তি আর এটা থেকেই আমার সংসার চলে। তাই রাজনৈতিক হিংসা সরিয়ে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct