নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দলের নির্দেশে ডিসিআর কেটে ব্লকে নমিনেশন ফাইল জমা করেছিলেন জোট প্রার্থী। এমনকি ব্লক থেকে মিলেছে দলের প্রতীকও। প্রতীক পাওয়ার পর থেকেই বুথে শুরু করে দিয়েছিলেন ভোট প্রচার। তারপরই হঠাৎ রহস্যজনকভাবে ব্লক প্রশাসন থেকে জানানো হয় তাকে ভুল করে প্রতীক দেওয়া হয়েছে। সেই প্রতীক তুলে নেওয়া হবে এবং তার পরিবর্তে তাকে নির্দল হিসেবে দাঁড়াতে হবে বুথ থেকে। এমনকি দল তাকে প্রার্থী পদ দেওয়ার কথা সরাসরি অস্বীকার করছেন। আর এই অবস্থায় দোলাচলে পড়েছেন প্রার্থী। কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। ব্লক প্রশাসন থেকে তাকে বারবার ফোন করে এক প্রকার বিরক্ত করে তুলেছেন বলে অভিযোগ। ব্লক প্রশাসন ও দলের প্রতি অতিষ্ঠ হয়ে তিনি হুমকি দিয়েছেন দলের প্রতীক না পেলে তিনি আত্মহত্যা করবেন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে,রানীপুরা ৫৮ নং বুথের সিপিআইএম এর জোট প্রার্থী হিসেবে নমিনেশন জমা করেন হালিমা খাতুন। সিপিআইএম দলের পক্ষ থেকে হাতুড়ি, কাস্তে ও তারা প্রতীক পান তিনি। শুধু তাই নয় ব্লক প্রশাসন তাকে প্রতীক পাওয়ার চিঠিও প্রদান করেন। কিন্তু তারপরেই শুরু হয় গোলমাল। হঠাৎই হালিমা খাতুনকে জানানো হয় তাকে প্রতীক দেওয়া হচ্ছে না। এবং ব্লক প্রশাসন জানান তাকে নির্দল হয়ে দাঁড়াতে হবে এবং নৌকা প্রতীক চিহ্ন নিতে হবে। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান জানান,ওই সিটে কংগ্রেস থেকে জোট প্রার্থী হিসেবে নাজিদা বানুকে মনোনীত প্রার্থী করা হয়েছে। ব্লকের ভুলের কারণে হয়তো তার নামের পাশে সিপিআইএম এর কাস্তে,হাতুড়ি ও তারা প্রতীক পড়ে গেছে। হালিমা খাতুন দলকে না জানিয়ে গোপনভাবে নমিনেশন ফাইল জমা করেছিল। দল পরে জানতে পারেন। প্রতীকের জন্য তার নামে ব্লকে বি ফর্ম জমা করা হয়নি। তাহলে সে কি করে প্রতীক পেল? সিপিআইএম এর মনোনীত প্রার্থী হালিমা খাতুন জানান,দলের নির্দেশে তিনি মনোনয়নপত্র জমা করেছিলেন। দল তাকে প্রতীক দিয়েছে। এখন অস্বীকার করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct