আপনজন ডেস্ক: এ বছরের টাইমস এশিয়া ইউনিভার্সিটি র ্যাঙ্কিংয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া ৩২ ধাপ এগিয়ে মহাদেশের ১২৮তম স্থানে উঠে এসেছে। অঅর ভারতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে রযেছে প্রথ দশে। শুক্রবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য নাজমা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে ও আরও উন্নতি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত বছর লন্ডনভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ে ১৬০ তম অবস্থানে ছিল। এশিয়া র ্যাঙ্কিংয়ের জন্য একই ১৩টি পারফরমেন্স ইন্ডিকেটর/প্যারামিটারের ভিত্তিতে ৩১টি দেশের ৬৬৯টি বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স মূল্যায়ন করা হয়। প্রতি বছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং ঘোষণা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct