সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রির অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করলেন খোদ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মিজানুর রহমান।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাদিখান দেয়ার অঞ্চলে দলীয় কার্যালয়ে বসে অঞ্চল সভাপতির অনুগামীরা প্রার্থী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।এমনকি যারা দলের নির্দেশে নমিনেশন জমা করেছিলেন তাদের অনেকেই দলের বি ফর্ম না মেলায় তারা নির্দল হয়ে যায় আর তাতেই চাপে পড়ে যায় ব্লক ও অঞ্চল সভাপতির অনুগামীরা।সাদিখান দেয়ার অঞ্চল তৃণমূল সভাপতি মিজানুর রহমান বলেন দলের নির্দেশে আমরা নমিনেশন জমা করেছিলাম তাহলে বি ফর্ম দিতে না পারলে কেন জানানো হলোনা নমিনেশন পত্যাহারের জন্য বলেও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি আরও বলেন রাজ্যর মন্ত্রীর সামনে যেভাবে প্রার্থী ভাগ হয়েছিল সে মতো কাজ হয়নি।টাকার বিনিময়ে বিধায়ক টিকিট বিক্রি করেছেন বলেও আক্রমণ করেন অঞ্চল তৃণমূল সভাপতি।দলের ভরাডুবি হলে সেই দায় তারা নিবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন নমিনেশন পত্যাহারের দিন একাধিক বার ব্লক ও জেলা সভাপতিকে ফোন করলেও ফোন তুলেনি। এই পরিস্থিতিতে দলের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। একই ভাবে সুর চড়ান ব্লক তৃণমূলের সহ সভাপতি ইমরান হোসেন তিনি বলেন সকলকে অন্ধকারে রেখে টিকিট দেওয়া হয়েছে।যারা বিধানসভা নির্বাচনে দলের বিরুদ্ধে ভোট করেছে তাদের টিকিট দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেন। এদিন আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে।রাজনৈতিক মহলের দাবি শাসক দলের এই পরিস্থিতি থাকলে একাধিক গ্রাম পঞ্চায়েত হারাবে।নির্বাচনের মুখে কতটা দলের দ্বন্দ্ব মিটাতে পারে সুইচ দিকেই তাকিয়ে অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct