নকীবউদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: ভালো কাজের জন্য এক স্বাস্থ্যকর্মী রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন। দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত ঈশ্বরীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম নার্স রিতা মন্ডল, 29 ২৯ বছর ধরে কাজ করে আসছে এই উপস্বাস্থ্য কেন্দ্রে, মূলত শিশু ও মায়েদের নিয়েই কাজ করতেন জাতীয় স্বাস্থ্য বিষয় নিয়ে সচেতনতামূলকভাবে যত্ন সহকারে এলাকার মানুষকে পরিষেবা দিতেন তার কাজের সম্মান জানাতে বৃহস্পতিবার দিন দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি নিজে হাত সম্মান তুলে দেন নার্স রিতা মন্ডল এর হাতে। তিনি দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা । ডেলি ট্রেনে করে এসে কুলপিতে নেমে তারপরে গাড়িতে চেপে ঈশ্বরীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে যেতেন কুলপি ব্লকের স্বাস্থ্য আধিকারিক তিনি বলেন রিতা মন্ডল যত্ন সহকারে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে মানুষের সঙ্গে কাজ করতো বিশেষ করে শিশু এবং গর্ভবতী মা ,এবং শিশুর মায়েদের কি কি করার প্রয়োজন কি কি করতে ,হবে এগুলো বাড়িতে গিয়ে তা খোঁজ খবর নিতেন এবং সেগুলোকে পরামর্শ দিতেন । কুলপি ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মায়েদের সঙ্গে কথা বলা তাদের সুবিধা অসুবিধার কথা জানা এবং তার স্বাস্থ্য সচেতনতার সঙ্গে সমাধান করা। এই ছিল তার কাজ কুলপি গ্রামের রীতাদি বলেই সবাই চেনে, রিতা মন্ডলের এই সম্মানের সম্মানিত কুলপি ব্লক স্বাস্থ্য দপ্তর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct