আপনজন ডেস্ক: উত্তর আটলান্টিক মহাসাগরে পানির সাড়ে ১২ হাজার ফুট নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে নিয়ে যাওয়া ডুবোযান টাইটানের সন্ধান এখনো পাওয়া যায়নি। কিন্তু সময় আর অক্সিজেন দুটিই দ্রুত ফুরিয়ে আসছে। এই অবস্থায় নিখোঁজ ডুবোযানটির সন্ধান শেষ পর্যন্ত পেলেও, তার কাছে পৌঁছতে লেগে যাবে কয়েক ঘণ্টা। গভীর সমুদ্র অভিযাত্রী ডেভিড গ্যালো বিশ্বাস করেন, টাইটানে আটকে পড়াদের উদ্ধার করতে একটি অলৌকিক ঘটনার প্রয়োজন। তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, পানির নিচ থেকে আওয়াজগুলো বিশ্বাসযোগ্য এবং পুনরাবৃত্তিযোগ্য, যার অর্থ হলো- হয়তো ডুবোযানটি থেকেই আওয়াজ আসছে। উদ্ধারকারীদের তাই দ্রুত শনাক্ত করতে হবে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ধরে নিতে হবে যে শব্দ সেই ডুবোযান থেকেই আসছে। দ্রুত ওই স্থানে যেতে হবে এবং শনাক্ত করতে হবে। সাবমেরিনটি কোথায় রয়েছে তা যাচাই করার জন্য সেখানে রোবট নামাতে হবে। উদ্ধারকারীদের সম্পূর্ণরূপে প্রস্তুত হতে হবে। যাতে দ্রুত শনাক্ত করে ওপরে তুলে আনা যায় এবং সেটি কয়েক ঘণ্টার মধ্যেই। এই কঠিন সময়টিতে তল্লাশি অভিযানটি আরো প্রসারিত করা হয়েছে। অনুসন্ধানের কাজে যোগ দিয়েছে, বিমান, জাহাজ সেই সঙ্গে দূরবর্তী সমুদ্রে চালিত যানগুলো। প্রায় ১০ হাজার বর্গমাইল সমুদ্রজুড়ে খোঁজা হচ্ছে ডুবোযানটিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct