নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ‘বাংলাকে অসম্মান করা হলে তার জবাব দেবেন মানুষ’, বৃহস্পতিবার পাটনায় যাওয়ার আগে কলকাতায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ওরা যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন, ভোটটা দেবে কিন্তু মানুষ। যত এরা আগ্রাসী হচ্ছে, রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে, এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি। আমরা লড়ে নেব এবং জিতে নেব। তিনি আরও বলেন রাজ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারণ সহজ নয় । তাকে সরাতে গেলে ইমপিচ করতে হবে । এটা সহজ নয় ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যপাল ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের আবহে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী ওই মন্তব্য করেন । বুধবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস । এমনকী নির্বাচন কমিশনারকে সরানো হতে পারে বলেও খবর ছড়িয়েছে । রাজ্যপালের মনোভাবে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে মহাজোটের বৈঠকে যোগ দিতে পাটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করে বলেন, ‘আমি মনে করি ওরা যত আমাদের ঘাঁটাবে, যত আমাদের পেছনে লাগবে, যত বাংলাকে অসম্মান করবে, যত বাংলাকে বঞ্চনা করবে, মনে রাখবেন ভোটটা দেবে কিন্তু মানুষ। কাজেই যত ওরা আক্রমণাত্মক রাজনৈতিকভাবে না পেরে বিভিন্ন এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে তাই করছে। এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি আছে। আমরা লড়ে নেবো এবং জিতে নেবো।’মমতা বলেন, ‘এত শান্তির মধ্যে মনোনয়ন জমা জীবনে কোনোদিন হয়নি। বিজেপিশাসিত ত্রিপুরার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ৯৬ শতাংশ আসনে নির্বাচনই হয় না! অন্যদের প্রতিদ্বন্দ্বিতাই করতে দেওয়া হয় না। কিন্তু আমাদের এখানে ২ লাখ ৩৬ হাজার মনোনয়ন জমা পড়েছে। ৭১ হাজার বুথের মধ্যে মাত্র ৪ টে বুথে গণ্ডগোল হয়েছে, তার মধ্যে একটা বুথে আমাদের দু’জনকে হত্যা করেছে। তাতেই একেবারে এ টু জেড কেন্দ্রীয় সরকারের যত এজেন্সি আছে সব এক হয়ে গেছে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct