আপনজন ডেস্ক: এশিয়া কাপের রোডম্যাপ ঘোষণার পর আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা বেড়ে গেছে। তবে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী তিনটি মাঠে খেলা নিয়ে তারা আপত্তি জানায়। কিন্তু ভারতীয় গণমাধ্যমের দাবি, পিসিবির এই দাবি আমলেই নেয়নি বিসিসিআই। পিসিবর বক্তব্য ছিল, আহমেদাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুতে তারা খেলতে রাজি নয়। তবে ভেন্যু পরিবর্তনের দাবির নেপথ্যে কোনো যুক্তি দেখাতে পারেনি পিসিবি। তাছাড়া বিশ্বকাপে কারা কোন মাঠে খেলবে- সেটা ঠিক করার দায়িত্ব আয়োজক দেশের। কিন্তু কোনো পরিবর্তন করতে হলে আইসিসির অনুমতি নিতে হয়। এক্ষেত্রে শুধু নিরাপত্তাজনিত শংকা থাকলেই ভেন্যু পরিবর্তিত হতে পারে। নাহলে নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। পিসিবিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই এবং আইসিসি। খসড়া সূচি অনুযায়ী আহমেদাবাদে পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। এছাড়া চেন্নাইয়ে আফগানিস্তান আর বেঙ্গালুরুতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আহমেদাবাদে পাকিস্তানের খেলতে না চাওয়ার প্রধান কারণ, নিরাপত্তা। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিরাপত্তার কারণ দেখিয়েই ধর্মশালা থেকে ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায় সরানো হয়েছিল। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে রশিদ খান, নুর আহমেদদের বিপক্ষে খেলতে চায় না পাকিস্তান। আবার বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে তারা অজি ব্যাটারদের সামনে নামতে রাজি নয়! ভারতীয় গণমাধ্যমের দাবি, ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির দ্বারস্থ হয়েছিল পিসিবি। এরপর পিসিবির এমন মনোভাবের সমালোচনা হয়। কারণ, বিশ্বকাপের মতো মঞ্চে যেকোনো ভেন্যুতে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয়। সেখানে নিজের পছন্দ অনুযায়ী মাঠ চাওয়াটাই অনেকের কাছে হাস্যকর লাগছে। উল্লেখ্য, আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। দ্রুতই আনুষ্ঠানিক সূচি ঘোষিত হতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct