আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথ্য দৈনিক পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। আগামী তিন বছরের জন্য রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হলেন তিনি। এর আগে সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন ছিলেন প্রাক্তন সাংসদ ডা. মমতাজ সংঘমিতা। তার মেয়াদ শেষ হওয়ায় ওই পদে বসলেন আহমদ হাসান ইমরান। নবান্ন সূত্রের খবর, ২১ জুন রাজ্যপালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব গোলাম আলি আনসারি রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে বছরের জন্য আহমদ হাসান ইমরানের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জুন জনাব ইমরান তৃণমূলের রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সদস্য। তিনি এর আগে রাজ্য হজ কমিটির সদস্যও ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct