নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: তৃণমূলে দুর্নীতিবাজ, তোলাবাজ ও খুনীদের জন্য টিকিট সংরক্ষিত!যোগ্যদের স্থান নেই, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান দিতেই বিস্ফোরক অভিযোগ জেলা পরিষদ ও ভূমি কর্মাধ্যক্ষের টিকিট না পেয়ে ক্ষোভে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন হরিশ্চন্দ্রপুর ১৫ নং বিদায়ী জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম ও তাঁর স্বামী আমিনুল হক এবং হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আদিত্য মিশ্র। যদিও দলবদল কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। জানা গেছে,বুধবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মোস্তাক আলমের হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন বলে খবর। এদিন তাঁরা কংগ্রেসে যোগদান করেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তুলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও মালদা জেলা পরিষদের সভাপতি আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে। সদ্য কংগ্রেসে যোগদানকারী বিদায়ী ১৫ নং জেলা পরিষদের সদস্যা মমতাজ বেগম জানান,রাজ্য থেকে প্রকাশিত জেলা পরিষদের তালিকায় তাঁর নাম ছিল। ১৩ জুন রাত আটটা নাগাদ তৃণমূল ভবন থেকে তাকে ফোন করে জানাও হয়। এমনকি আইপ্যাক সূত্রের খবরেও তার টিকিট নিশ্চিত ছিল। সকাল হতেই জেলার তালিকায় তার নাম নেই। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রাতারাতি টিকিট বিক্রি করে দিয়েছেন জেলা নেতৃত্বরা বলে অভিযোগ। দল ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। তাই দল ছাড়তে বাধ্য হলেন তিনি বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct