কাজী আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: সন্দীপের ছোটবেলা থেকেই নেশা পেন্সিল দিয়ে কিছু আঁকা। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপায়িত হল। প্রত্যন্ত গ্রামের ছেলে সন্দীপ দে সে তার ভাবনার রূপ দিয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি শিল্পের মাধ্যমে তুলে ধরেছে। প্রস্তর পাথর বা কালো পাথর দিয়ে বাড়ির ছাদে ৬ ফুটের নজরুলের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছে। এই শিল্পকর্ম ইন্ডিয়ান রেকর্ডসে স্থান পেয়েছে। বীরভূম জেলায় নানুর থানা অন্তর্গত পাপুড়ি গ্রামে সন্দীপ দে গ্রামের ছেলে এই শিল্পকর্মে জন্য গ্রামবাসী খুবই আনন্দিত। সন্দীপ দে পঞ্চম শ্রেণীতে পড়াশুনার পাশাপাশি ছবি আঁকাতে গভীর মনোযোগ ছিল। এখন সে স্নাতক স্তরের দ্বিতীয় বছরে ছাত্র। ছবি আঁকার তার শিল্পী গুরু নিত্যরঞ্জন দাস ও প্রণব অধিকারী এমনকি বিশ্বভারতী কলাভবনে প্রাক্তনীদের কাছ থেকে ছবি আঁকার শিক্ষা নেয়। দেশের মধ্যে ৬.৯ ফিট × ৬ ফুটের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি প্রদর্শন করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে সন্দীপের নাম উঠে। এছাড়াও দেশের ১০০ চিত্রশিল্পীর মধ্যে সন্দীপ দে নাম স্থান পেয়েছে সেই কারণে দেশের, রাজ্যে, গ্রামের মুখ উজ্জ্বল করেছে এই প্রতিভাবান এই যুবক। এই শিল্পীর পরিবারে থাকেন বাবা, মা ও ভাই। এই খবর ছড়িয়ে পড়ায় গ্রামবাসী সকলেই খুবই আনন্দিত। এই শিল্পকর্মে মাধ্যমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড যাচাই করেন। তারপর সন্দীপ দে তার নাম উঠে আসে। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের তরফ থেকে ওই শিল্পী কে মেডেল প্রশংসাপত্র ও অন্যান্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন। শিল্পী সন্দীপ দে জানাই ক্যালিওগ্রাফী ,জলরং ,তেল রং প্যাস্টেলসহ সবকিছুই তার শিল্প কর্মে জানা আছে। আগামী দিনের সে আবার কিছু নতুন চিন্তাভাবনা নিয়ে কিছু করবে বলে জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct