আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত চাপিয়ে দেওয়া গেজেট ও অনৈতিক গাইডলাইন ও থিওলোজি বিষয় তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে পীরজাদা ত্বহা সিদ্দিকীর নেতৃত্বে মহাকরনে পুরমন্ত্রীর ফিরহাদ হাকিমকে ডেপুটেশন দিল এমএসসি চাকরি প্রার্থী মঞ্চ। টেটে নেগেটিভ তুলে দেওয়া, থিওলোজি পিজি পদে শূন্যপদ ঘোষনা, আপডেট ভ্যাকেন্সি, থিওলোজি পদে শুধুমাত্র থিওলোজি ডিগ্রিধারীদের সুযোগ দেওয়াসহ ১০ দফা দাবী পেশ করা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিম মাদ্রাসার সমস্যা শুনে তৎক্ষনাৎ সংখ্যালঘু দফতরের প্রধান সচিব গোলাম আলি আনসারীর সাথে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct