আপনজন ডেস্ক: হন্ডুরাসে দুটি গ্যাং এর মধ্যে মারামারির ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন। আহত আরো বেশ কয়েকজন বন্দিকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির একটি একটি নারী কারাগারে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই দাঙ্গার ঘটনা ঘটে। হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা থেকে জেলটি প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত। জেলটির ধারণ ক্ষমতা প্রায় ৯০০ জন। কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে তারা কারাগারের একটি সেলে আগুন জ্বালিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণেই বেশিরভাগের মৃত্যু হয়েছে। তবে নিহতদের মধ্যে কয়েকজনকে গুলিও করা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা সবাই কারাগারের বন্দি কিনা তা স্পষ্ট নয়। দেশটির উপ-নিরাপত্তা মন্ত্রী জুলিসা ভিলানুয়েভা এই ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অগ্নিনির্বাপক, পুলিশ এবং সামরিক বাহিনীর ‘তাৎক্ষণিক হস্তক্ষেপ’ অনুমোদন করেছেন। তিনি আরো বলেন, ‘মানুষের প্রাণহানি সহ্য করা হবে না। কারাগারে থাকা সমস্ত ব্যক্তি যারা সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের জন্য তদন্ত শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct