আপনজন ডেস্ক: এনগোলো কান্তে সৌদি আরবে খেলতে যাচ্ছেন—এমন খবর আগেই এসেছিল। চেলসির ফরাসি মিডফিল্ডারের গন্তব্য সৌদি প্রো–লিগের দল আল ইত্তিহাদ। করিম বেনজেমার সতীর্থ হয়ে কান্তের ইত্তিহাদে যাওয়াটা নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু সেটি আটকে যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, কান্তের স্বাস্থ্য পরীক্ষার ফল দেখে তাঁকে চোটপ্রবণ মনে হওয়ায় ইত্তিহাদ দ্বিতীয়বার ভাবছে। সে সময় আল ইত্তিহাদের একটি সূত্র জানিয়েছিল, কান্তের দলে যোগ দেওয়ার প্রক্রিয়া থমকে গেছে স্বাস্থ্যসংক্রান্ত জটিলতার কারণে। ইত্তিহাদ ক্লাব চুক্তি সম্পন্ন করার আগে কান্তের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিল। অনিশ্চয়তার সেই মেঘ অবশেষে কেটে গেল। মঙ্গলবার আল ইত্তিহাদ জানিয়েছে ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার সাত বছর চেলসিতে কাটানোর পর তাদের দলে যোগ দিচ্ছেন তিন বছরের চুক্তিতে। কান্তের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩০ জুন। আল ইত্তিহাদ ক্লাব নিজেদের টুইট বার্তায় জানিয়েছে, ‘মিথ্যা সংবাদে বিশ্বাস করবেন না। এনগোলো কান্তে এখন আমাদের খেলোয়াড়। ’ ইত্তিহাদ কিছুদিন আগেই ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে দলে নিয়েছে। তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct