নিজস্ব প্রতিনিধি, হালিশহর, আপনজন: হালিশহরে বাগমোড়ে রাতের অন্ধকারে ভেঙে ফেলা স্কুলের ছাত্র-ছাত্রীদের বিকল্প করার ব্যবস্থা করে দিলেন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। হালিশহরে ভেঙে ফেলা হয়েছিল স্কুল। মালিকপক্ষ না জানিয়ে। এরপরই মুখ্যমন্ত্রী বিধায়কের কাছে আবেদন জানায় পড়ার জন্য ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানতে পেরেই তাদের পড়ার জন্য কোন অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের পড়ার বিকল্প ব্যবস্থা করে দিলেন। বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশ এই কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর তৎপরতায় একটি স্কুলের ব্যবস্থাও করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থা পেয়ে খুশি সফল ছাত্র-ছাত্রীসহ স্কুলের শিক্ষিকারা। বিধায়ক ও চেয়ারম্যানের এরকম কাজে খুশি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু সিংহ রায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct