নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর, আপনজন: এবার নিজের বুথেই প্রার্থী দিতে পারল না সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই সিপিএমের পক্ষ থেকে ঘোষণা করেছিল প্রতিটি আসনে এবার প্রার্থী দেবে। কিন্ত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তর্জন গর্জন করেও নিজের গ্রামেই প্রার্থী দিতে পারল না। সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষের বাড়ি গড়বেতা বেনাচাপড়া গ্রামে। সেই গ্রামের এবারে নেই কোনো গ্রাম পঞ্চায়েত প্রার্থী। এই ব্যাপারে সিপিএম নেতা সুশান্ত ঘোষ বলেন “এই আসনটি সংরক্ষিত আসন থাকায় শংসাপত্রের জটিলতা থাকায় কোন প্রার্থী পাওয়া যায়নি। তাই শেষ মুহূর্তে কোন প্রার্থী দিতে পারিনি আমরা।” এই ব্যাপারে তৃণমূল নেতা সুজয় হাজরা বলেন, সুশান্ত ঘোষ থেকে বিরোধী নেতারা যত বেশি মমতা ব্যানার্জির বিষোদগার করবে তত বেশি মানুষ ওদের অপছন্দ করবে। ওদের পাশে কেউ নেই বলে ওরা নিজের এলাকায় প্রার্থী দিতে পারেনি। গড়বেতা ১ নম্বর ব্লকের ৪৯ নং আসনের জেলা পরিষদের প্রার্থী শান্তনু দে এ ব্যাপারে বলেন, সিপিএমের আমলে সিপিএম নেতা সুশান্ত ঘোষ এত সন্ত্রাস করেছেন মানুষ ওদেরকে আর মনে রাখতে চাইছেন না। জনগণ থেকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই নিজের গ্রামেই কোনো প্রার্থী পায়নি। উল্লেখ্য বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ ও কুনার হেমব্রম নিজের এলাকায় প্রার্থী দিতে পারেনি। এবার সেই তালিকায় সংযোজন হল সিপিএমের দাপট নেতা সুশান্ত ঘোষ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct