আপনজন ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্টেও জোর ধাক্কা খেল। পঞ্চায়েত নির্বাচন শান্তিতে সম্পন্ন করতে সুপ্রিম কোর্ট রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দেয়। আর রাজ্য নির্বাচন কমিশন সাকুল্যে প্রতি জেলায় এ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের কথা জানায় কলকাতা হাইকোর্টে। আর তাতেই বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দেয়, রাজ্য জুড়ে গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারের পঞ্চায়েত নির্বাচনেও কমপক্ষে ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে। ফলে পঞ্চায়েত ভোটে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তা নিয়ে সুস্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিল, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তার থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলবে না। শুধু তা-ই নয়, ২৪ ঘণ্টার মধ্যেই ওই বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে বলেও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতির জন্য এদিন প্রধান বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে। কার্যত রাজীব সিংহকে ইস্তফা দেওয়ার বার্তা দিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেছেন, ভোট সামলাতে না পারলে রাজ্যপালের কাছে চলে যান। প্রয়োজনে রাজ্যপাল নতুন কাউকে দায়িত্ব দিয়ে দেবেন। পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালু ওই মামলা করেন। সেই মামলার শুনানি বুধবার হয় কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চায়নি রাজ্য নির্বাচন কমিশন। আর তারা যে বাহিনী চেয়েছে তা অপ্রতুল। উল্লেখ্য, গত ১৫ জুন কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট করাতে হবে। শুধু তা-ই নয়, ওই নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতেও হবে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন তো মানেইনি, উল্টে সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এদিন, শুনানির শুরুতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কমিশনকে বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি এত কিছুর পরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হচ্ছে। আপনারা দয়া করে হাইকোর্টের নির্দেশ পালন করুন।প্রধান বিচারপতির বেঞ্চ এদিন কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে জানিয়ে দেয়, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তার থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলবে না। আর ২৪ ঘণ্টার মধ্যেই ওই বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct