আপনজন ডেস্ক: হংকং, লন্ডন ও নিউ ইয়র্ককে টপকে বিলাসবহুল জীবনযাপনকারীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরে পরিণত হয়েছে সিঙ্গাপুর। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জুলিয়াস বায়েরের বৈশ্বিক সম্পদ ও জীবনধারাসংক্রান্ত এক প্রতিবেদনে এটি প্রকাশিত হয়েছে। ধনীদের খরচের ধরন প্রতিফলিত হয় এমন ১২টি ভোগ্যপণ্য ও আটটি পরিষেবার মধ্যে গাড়ি ও জরুরি স্বাস্থ্যবিমার ক্ষেত্রে সিঙ্গাপুরে বৈশ্বিক গড়ের চেয়ে যথাক্রমে ১৩৩ ও ১০৯ শতাংশ বেশি ব্যয় করতে হয় বলে বলা হয়েছে ঐ প্রতিবেদনে। রাজনৈতিকভাবে স্থিতিশীল ও করবান্ধব হিসেবে পরিচিত সিঙ্গাপুর কোভিড মহামারিসংক্রান্ত বিধিনিষেধের বেশির ভাগ তুলে নেওয়া প্রথম এশীয় দেশগুলোর একটি। ঐ পদক্ষেপের পর সেখানে বিপুল পরিমাণে অর্থ আসতে থাকে।শহরটিতে আবাসনের চাহিদা প্রকট, শিক্ষাপ্রতিষ্ঠানের মান অনেক ওপরে। সেখানকার সব বাসিন্দার জীবনযাপনের সাধারণ ব্যয়ও অনেক বেশি—বলা হয়েছে। ধনীদের জন্য ব্যয়বহুল তালিকায় গত বছর সবার ওপরে থাকা সাংহাই এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে। অন্যান্য শহরের তুলনায় বেশি সময় কোভিড নিষেধাজ্ঞা বহাল রাখাও এক্ষেত্রে প্রভাবক হতে পারে বলে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে। হংকং এই তালিকায় তৃতীয় স্থান পেয়েছে। লন্ডন চলে গেছে চতুর্থ স্থানে। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে দুবাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct